Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভি জি এফ তালিকা

করাপাড়া উপজেলাধীন লালুয়া ইউনিয়নের ভিজি এফ তালিকার কার্যক্রম চরিতেছে । অচিরেই উহা আপলোড করা হইবে ।

 

আলোচ্য  বিষয়ঃ

          অদ্যকার সভায় সভাপতির আসন গ্রহন করেন পদাধীকার বলে  মাননীয়  চেয়ারম্যান  জনাব  জনাব  মীর তারিকুজ্জামান তারা  সাহেব ,অতপর সভাপতি সাহেব  সভার কার্য অরম্ভ  করেন ।

            ১নং  অলোচ্য বিষয়ঃ আলোচনা ক্রমে  সভাপতি সাহেবের নিদের্শক্রমে  ইউপি সচিব জনাব  রাশেদ  নিজাম বিগত সভার মমত্মব্য  সভায়  পাঠ করিয়া  শোনান ।  উহা  নির্ভূল  ও  কোন  ক্রটি  না  থাকায়  সভায়  সর্বসম্মতিক্রমে  সিদ্ধামেত্ম  গৃহীত হয়

২নং  আলোচ্য  বিষয়ঃ      আলোচনাক্রমে   সভাপতি   মহোদয়   সভাকে  জানান  যে , আসন্ন  ঈদুল  আজ্জহা  উপলক্ষে  ভি জি এফ  কর্মসূচীর  আওতায়  ২০১৩ অর্থবছরে উপকার  ভোগীদের   মাঝে  খাদ্যশস্য  বিতরনের  লক্ষে তালিকা তৈরির জন্য এক  পত্র  পাওয়া  গিয়াছে  ।

               অতঃপর   সভাপতি  মহোদয়   উপস্থিত  সভায়   উপজেলা নির্বাহী অফিসার   কলাপাড়া   থেকে প্রাপ্ত     চিঠিখানা  সভায়া  পাঠ করিয়া  শোনান  এবং  বিষাধ ভাবে  আলোচনা করে বিস্তারিত  বিবরন দেন  এবং   সভায়  দুস্থ পরিবারের  নাম  অমত্মর্ভূক্ত  করার  জন্য  আহববান  জানান ।

 

         অতঃপর   উপস্থিত  সদস্য  এবং অন্যান্য  প্রতিনিধীগন  তালিকা  তৈরি  পূর্বক  সভায়  উপস্থাপন  করিলে  যাছাই  বাছাই  পুর্বক   নিম্ন লিখিত    ১৮০০ ( একহাজার আটশত )    নামের  তালিকা  সভায়  সর্বসম্মতি  ক্রমে  সিদ্ধান্তে  গৃহীত  হয়  ।

                নামের  তালিকা  -    ১৮০০ ( একহাজার আটশত )   সংযুক্ত

             অতঃপর  সভায়  আর  কোন  আলোচনা  নাথাকায়   সভাপতি মহোদয়  উপস্থিত  সকলকে  ধন্যবাদ  জানিয়ে  সভার সমাপ্তি ঘোষনা করেন  ।

 

চেয়ারম্যান

3bs jvjyqv  BDwbqb cwil`