Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে লালুয়া ইউনিয়ন

 

১/.অবস্থানঃ- ৩নং লালুয়া ইউনিয়ন টি বাংলাদেশের সর্বদক্ষিনে  সমুদ্র উপকূলবর্তী পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় অবস্থিত। ইউনিয়নটি উত্তর দক্ষিনে  লম্বাকৃতি। ইউনিয়নের পূর্বদিকে রাবনাবাদ চ্যানেল, পশ্চিমে টিয়াখালী নদী, উত্তরে আন্ধারমানিক নদী, দক্ষিনে বালিয়াতলী ইউনিয়ন ও রাবনাবাদ চ্যানেল। লালুয়া ইউনিয়নের পাশ দিয়ে বয়েগেছে দেশের অন্যতম দ্বিতীয় পর্যটন কেন্দ্র কুয়াকাটা যাওয়ার বিকল্প রাস্তা। কলাপাড়া শহর থেকে লালুয়া ইউনিয়নের দূরত্ব ৬ কিঃ মিঃ।

 

২/.আয়তন ও সীমানাঃ- লালুয়া ইউনিয়নের মোট আয়তন ৩৯ বর্গ কিঃ মিঃ। মৌজা- ৫ টি, গ্রাম - ২৭ টি।

 

৩/.জনসংখ্যাঃ-এই ইউনিয়নের মোট জনসংখ্যা ১৪ হাজার ১৩৯ জন। এর মধ্যে নারী    ৬,২১০    জন। পুরুষ  ৭,২১০ জন। পরিবার -  ৪,২২০ টি।

 

৪/.সামাজিক অবস্থানঃ- এই উনিয়নে বিভিন্ন পেশাজীবী মানুষ বসবাস করে। এর মধ্যে রয়েছে কৃষক, জেলে, ব্যবসায়ী,  কামার, স্বর্নকার , ক্ষেতমজুর সহ বিভিন্ন  জনগোষ্ঠি।

 

৫/.শিক্ষাঃ -এই ইউনিয়নের শিক্ষার হার শতকরা ৫৫ ভাগ।  সরকারী প্রাথমিক বিদ্যালয় সংখ্যা ১৩ টি। মাধ্যমিক বিদ্যালয় সংখ্যা ০৩টি, দাখিল মাদ্রাসা ০২টি।

 

৬/.ধর্মীয়ঃ- ধর্মীয় প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে মসজিদঃ- ৩৮টি। মন্দিরঃ-০১টি। প্যাগোডা ০১টি।

 

৭/.হাট-বাজারঃ-এই উনিয়নের হাট-বাজার রয়েছে ০২টি। বানাতীবাজার   ও মু্ক্তিযোদ্ধা হাট।

 

৮/.যোগাযোগঃ- কলাপাড়া থেকে লালুয়া ইউনিয়ন পর্যন্ত ৬ কিঃ মিঃ কর্পেটিং রাস্তা আছে।