Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভাষা ও সংস্কৃতি

পটুয়াখালীজেলাধীন কলাপাড়া উপজেলায় অবস্থিত ৩নং লালুয়া ইউনিয়ন। এই ইউনিয়নে মাতৃভাষা প্রানের ভাষা সাংস্কৃতি ক্ষেত্রে  লালুয়া ইউনিয়নে কোন মতনৈক্য নেই, সকল ক্ষেত্রে বাংলা ভাষা বেশী ব্যবহ্রত হয় । তবে শিক্ষা প্রতিষ্ঠানে ইংরেজী ভাষা পাঠ দানের ব্যবস্থা আছে ।

 

ভাষা ও সংস্কৃতিতে লালুয়া একটি অগ্রগামী ইউনিয়ন। এখানকার অধিকাংশ মানুষ সংস্কৃতি প্রিয়। এখানে প্রতি বছর জারি,সারি ও পালা গানের আসর বসে । হাডুডু ও ফুট বল  এলাকার জনপ্রিয় খেলা। তাছাড়া প্রতিবছর ইউনিয়ন ও বিদ্যালয় ভিত্তিক বর্ষিক ক্রীয়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

 

১৯৫৯ সালে ইউনিয়নটি  গঠিত হয়। কলাপাড়া উপজেলার মধ্যে ৩নং লালুয়া ইউনিয়ন  একটি ঐতিহ্যবাহী ইউনিয়ন । এই ইউনিয়নের মানুষ অত্যান্ত সৎও উদ্যেগী।

এই ইউনিয়নের সাংস্কৃতির দিক থেকে বিভিন্ন ধরনের অনুষ্ঠান করে থাকেন,যেমন স্যানিটিশন,দূর্যগ,যৌতুক,বাল্যবিবাহ,বহু ববিাহ ও মাদকাসক্তের মত সামাজিক সমস্যা দূরীকরনের জন্য বিভিন্ন বিষয় নিয়ে শিক্ষামূলক নাটক ও গান বাজনা করে থাকে।

 

এখান কার জনগন ঋতুকে কেন্দ্র করে নৌকা বাইচ, বৈশাখী মেলা, পৌষ সংক্রান্তি, মহরমের মেলা, ইত্যাদিকে কেন্দ্র করে বিভন্নভাবে

সাংস্কৃতির প্রসার ঘটে।এসকল সাংস্কৃতির দিক দিয়ে উন্নয়নের ক্ষেত্রে ইউনিয়ন পরিষদ সহযোগিতা করে থাকে।