এখানে কৃত্রিম প্রজণনের জন্য ট্রেনিং প্রাপ্ত অভিজ্ঞ ডাক্তার রয়েছে। গরু,মহিস, ছাগল এর ডাক আসার সাথে সাথে গ্রামের মানুষ এখানে এসে কৃত্রিম প্রজণন করেনিয়ে যায়। শতকরা প্রায় ৮০% কৃত্রিম প্রজনন সফল হয়। কৃত্রিম প্রজণন ছাড়াও পশুর বিভিন্ন রোগের চিকিৎসা করা হয়ে থাকে।